পঞ্চগড়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা
পঞ্চগড়ে ভাল সেবা প্রাপ্তির জন্য ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ওই মতবিনিময় সভার আয়োজন করে।
বুধবার পঞ্চগড় সদর উপজেলা শিক্ষা অফিসের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন। আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর উর্দ্ধতন সামাজিক উন্নয়ন কর্মকর্তা সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, এমকেপি’র প্রসপেক্ট প্রকল্পের ট্রেইনিং এন্ড অ্যাডভেকেসি অফিসার লিলিমা মন্ডল, হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান আবেদ আলী প্রমূখ। মতবিনিময় সভায় পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী পর্যায়ের কর্মকর্তা ও ফেডারেশনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি