শাজাহানপুরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার !
বগুড়ার শাজাহানপুরে ২ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি শহিদুল ইসলাম (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত পলাতক আসামি শহিদুল ইসলাম আমরুল ইউনিয়নে ক্ষুদ্র ফুলকোট গ্রামের নুরুল ইসলামের ছেলে।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্ষুদ্র ফুলকোট এলাকা থেকে থানার এস আই শামীম হাসান, এস আই মোহাম্মদ আলী, এস আই মিজানুর রহমান, এএসআই সাদ্দাম হোসেন সংগীয় ফোর্স সহ আসামীকে গ্রেফতার করেন।
উল্লেখ্য,প্রায় দুই বছর পূর্বে ক্ষুদ্র ফুলকোট গ্রামের মৃত কোরবান আলীর ছেলে ছাইফুল ছয়ফলকে রাস্তার উপর ভ্যান রাখার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসামী শহিদুল ইসলাম ও তার লোকজন নৃশংস ভাবে খুন করে।তারপর থেকে আসামী শহিদুল ইসলাম পলাতক হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শহিদুল ইসলাম কে গ্রেফতার করে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি