পঞ্চগড় দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
পঞ্চগড় সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মো. আব্দুল ওয়ারেছ ও সাধারণ সম্পাদক পদে সহিদুল ইসলাম সরকার নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বেলা ১টা পর্যন্ত ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. ওবায়দুর রহমান। নির্বাচনে সহ সভাপতি পদে আইনুল হক ও সহ সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান লিটন নির্বাচিত হয়েছেন। ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির বাকী সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন কোষাধ্যক্ষ পদে তফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মীম হোসেন, দপ্তর সম্পাদক পদে হাসান আলী, প্রচার সম্পাদক পদে হায়দার আলী এবং সাধারণ সদস্য পদে মনিরুজ্জামান মানিক, মুসা সরকার ও নুরুল আমিন রবিউল। নির্বাচনে ৫৪ জন সদস্যের মধ্যে ৫৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

পঞ্চগড় প্রতিনিধি