শিবগঞ্জে বাংলাদেশ স্কাউটস এর সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ স্কাউটস শিবগঞ্জ উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক এবং শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা শিক্ষা অফিসার সারোয়ার জাহান। আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তাজুল ইসলাম, জামতলা পঞ্চদাস উচ্চ বিদ্যালয় আব্দুল মান্নান, দোপাড়া আব্দুল হান্নান উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুনছুর রহমান প্রমুখ।
কাউন্সিলে পদাধীকার বলে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা সভাপতি ও সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও স্কাউটস শিক্ষকের সমর্থনে বিনা প্রতিদ্বন্দিতায় উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উল্লেখ্য ২০১৫ সাল হতে ২০২২ সাল পর্যন্ত পরপর ২বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন বিদায়ী সাধারণ সম্পাদক শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আজিজার রহমান।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ