পঞ্চগড়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলা তিন আসামীর কারাদন্ড
পঞ্চগড়ে ধর্ষণ চেষ্টা মামলায় তিন আসামীকে ৫ থেকে ৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার এই রায় ঘোষণা করেন।
মামলার মূল আসামী সোহেল রানাকে (২৭) ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদন্ড এবং মামলার অপর দুই আসামী ইউসুফ আলী (৩৩) ও সোহেলকে (২৫) ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত। আসামীদের উপস্থিতিতে মামলার রায় ঘোষণা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ৯ ডিসেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের তেলিপাড়া এলাকার থ্রি হুইলার (পাগলু) চালক ইউসুফ আলী ওই গৃহবধূকে তার স্বামীর বাড়ি থেকে কৌশলে বাবার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে পঞ্চগড় সদর উপজেলার জগদল পখিলাগা এলাকার সোহেলের বাড়িতে নিয়ে যায়। এ সময় ইউসুফের সহযোগী পঞ্চগড় টুনিরহাট ঘাগড়া খোঁচাবাড়ি এলাকার সোহেল রানা ওই গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ধর্ষণে ব্যর্থ হয়ে তারা পরদিন ওই নারীকে টুনিরহাট এলাকায় অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে এ ঘটনায় ওই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ওই তিনজনকে আসামী করে মামলা করেন। দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া ও স্বাক্ষীদের জবানবন্দি গ্রহণের পর বিচারক এই রায় ঘোষণা করেন।
বাদী পক্ষে পিপি আজিজুর রহমান আজু এবং আসামী পক্ষে মির্জা সারোয়ার হোসেন, কামরুজ্জামান ও মফিদুল ইসলাম মামলা পরিচালনা করেন।

পঞ্চগড় প্রতিনিধি