হিলিতে ব্রিজের মুখ ভরাট, বন্যার কবলে ১০ গ্রাম
দিনাজপুরের হিলির ১ নং খট্রা-মাধবপাড়া ইউনিয়নের মংলা বাজারের রাস্তার ব্রিজের মুখে মাটি দিয়ে ভরাটের কাজ চলছে। মুখটি বন্ধ হলে বন্যার কবলে পড়বে ১০ গ্রাম সহ কয়েকশত ফসলি জমি। গায়ের জোড়ে ব্রিজটির উত্তর মুখে মাটি ফেলে পানি যাওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছেন তোফাজ্জাল হোসেন নামের একজন প্রভাবশালী, বলে অভিযোগ গ্রামবাসীর।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হিলির বাইপাস সড়ক মংলা গ্রামে গিয়ে দেখা যায়, সড়কটি হিলি বাইপাস হিসেবে ব্যবহার হয়ে থাকে। এই সড়ক দিয়ে বিরামপুর হয়ে দিনাজপুর জেলাতে মানুষ যাতায়াত করে থাকে। ব্রিজটির উত্তরের ১ নং ইউনিয়নের প্রায় ১০ টি গ্রামের হাজার হাজার মানুষের বসবাস। এছাড়াও কয়েকশ একর আবাদি জমি রয়েছে ব্রিজের উত্তর পাশে। বর্ষাকালে গ্রামগুলো ও ফসলি জমির পানি এই ব্রিজ দিয়ে পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীতে গিয়ে পড়ে।
ব্রিজটির উত্তর পাশের জমিটির মালিক তোফাজ্জল হোসেন তার আবাদি জমিতে অন্য কোথা থেকে তার এই জমি মাটি এনে ভরাট করছে। এতে ব্রিজটি দিয়ে পর্যাপ্ত পরিমান বর্ষার পানি আর বেড় হতে পারবে না। নতুন করে ক্ষতিতে পরবে ১০ গ্রামের অসহায় মানুষগুলো। গ্রামবাসী বিভিন্ন ভাবে তাকে অনুরোধ করার পরও কোন পদক্ষেপ গ্রহন করেননি তিনি।
ব্রিজটির উত্তর পাশের নওদা বিলেরপাড় গ্রাম সহ অন্যান্য গ্রামের ১০ থেকে ১২ জন নারী ও পুরুষ বলেন, মংলা রাস্তার উপর দিয়ে যাওয়া সড়কটিই আমাদের চলাচলের এক মাত্র রাস্তা। উত্তর পাশে আমাদের প্রায় ১০ টি গ্রামে আছে এবং কয়েকশ আবাদি জমি রয়েছে। এই ব্রিজটিই একমাত্র মাধ্যম বর্ষার পানি বেড় হওয়া। ব্রিজটির মুখে মাটি দ্বারা ভরাট করার কারণে আমরা আজ আতঙ্কে এং হতাশায় ভুগছি। যদি ব্রিজটির মুখ বন্ধ হয়ে যায় তাহলে আমরা বর্ষার পানিতে হাবুডুবু খাবো। তাই সরকার কিংবা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
হাকিমপুর (হিলি) উপজেলার ১নং খট্রা-মাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান কাওছার রহমান বলেন, আমি এবিষয়ে অবগত হয়েছি, এর আগে গ্রাম পুলিশের দ্বারা ব্রিজটির মুখে মাটি ফেলা বন্ধ করে দিয়েছিলাম। তারপরও সেখানে মাটি ফেলা বন্ধ হয়নি। ব্রিজটির মুখ বন্ধ বা ছোট হলো বর্ষাকালের প্রায় অনেকগুলো গ্রামবাসী বিপদে পড়বে। আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে এর ব্যবস্থা গ্রহন করবো।
এবিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম বলেন, আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে কাজটি বন্ধ করার কথা বলেছি। ইতিমধ্যে মাটি ভরাট বন্ধ হয়ে গেছে, এছাড়াও গ্রামবাসীর যাতে কোন দুর্ভোগ না হয় সেই জন্য সেখান থেকে ভরাট মাটি অপসরণের নির্দেশও দেওয়া হয়েছে।

হিলি দিনাজপুর প্রতিনিধি