পঞ্চগড়ে সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা
পঞ্চগড়ে দুই পরিবহন শ্রমিক সংগঠনের অভ্যন্তরীন বিরোধের জেরে উচ্চ আদালতের একটি আদেশে স্থগিত হয়ে গেছে পঞ্চগড় মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ-২৬৪) ত্রি-বার্ষিক নির্বাচন।
শনিবার ওই নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারিত ছিল। নির্বাচন স্থগিত হওয়ার খবরে শুক্রবার রাত থেকে পরিবহণ শ্রমিকরা সড়ক অবরোধ শুরু করেছে বিুব্ধ শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে মহাসড়কের দু’পাশে আটকা পড়েছে সহ¯্রাধিক পণ্যবাহি ট্রাক, পিকআপ, ট্রাক্টর, যাত্রীবাহি বাস ও মিনিবাস। গতকাল শনিবার দুরপাল্লার কোন বাস-মিনিবাস ও পণ্যবোঝাই ট্রাক পঞ্চগড়ে ছেড়ে যেতে বা ঢুকতে পারেনি। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগসহ শ্রমিকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, পঞ্চগড় জেলা ট্রাক-ট্যাংকলরী-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ-২০০০) দায়ের করা মামলার সুপ্রীম কোর্টের আদেশে পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের শনিবার অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করা হয়েছে। গত শুক্রবার রাতে মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাাট নির্বাচন স্থগিতের ঘোষণা দেন। এর প্রতিবাদে ওই সংগঠনের শ্রমিকরা শুক্রবার রাত দশটা থেকে পঞ্চগড়ের বিভিন্ন সড়কে বিােভ করে সড়ক অবরোধ করে রাখে তারা। গতকাল শনিবার বিকেলে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত ছিল।
অবরোধকারী শ্রমিকদের দাবি সুপ্রীম কোর্টের পূর্নাঙ্গ রায় এখনো প্রকাশ হয়নি। শুধুমাত্র একজন আইনজীবীর মাধ্যমে একটি কাগজ দেখিয়ে নির্বাচন বন্ধ করে দেয়া হয়েছে। যদি নির্বাচন বন্ধ করা হবে তাহলে নির্বাচনী কার্যক্রম শুরুর সময়ে কেন বন্ধ করা হয়নি? তারা অচিরেই নির্বাচন চালুর দাবি জানান।
মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের সভাপতি প্রার্থী ও বর্তমান সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, যতণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেয়া হবেনা ততণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। একজন শ্রমিকও বাড়ি ফিরে যাবেনা।
পঞ্চগড় জেলা ট্রাক-ট্যাংকলরী-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ-২০০০) সাধারণ সম্পাদক জসিদুল ইসলাম জসিম বলেন, পঞ্চগড় মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ-২৬৪) গঠনতন্ত্র অবৈধ। এই নিয়ে আমরা মামলা দায়ের করি। আদালত গঠনতন্ত্র সংশোধনের আদেশ দেন। কিন্তু গঠনতন্ত্র সংশোধন না করেই নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া চালু রাখেন। বিষয়টি আদালতের নজরে আনা হলে আদালত ওই সংগঠনের নির্বাচন স্থগিতের আদেশ দেয়।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট জানান, দুই সংগঠনের আভ্যন্তরীণ বিরোধের কারণে উচ্চ আদালতে মামলা চলমান ছিল। সুপ্রিম কোর্ট থেকে ওই মামলার আদেশের কারণে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, আমরা দফায় দফায় শ্রমিক নেতাদের সাথে আলোচনা করছি। আশা করছি খুব শিঘ্র সংকট সমাধান হয়ে যাবে।

পঞ্চগড় প্রতিনিধি