সৈয়দপুরে টিকাদান কেন্দ্র মানুষের উপচে পড়া ভীড়
শনিবার নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্রে সরেজমিনে দেখা যায় সকাল থেকে টিকা নেওয়ার জন্য বিভিন্ন শ্রেণি ও পেশার নানা বয়সী মানুষের উপচে পড়া ভীড়।
এ সময় টিকা নিতে আগত মানুষজন সারিবদ্ধভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহন করছেন। সুশৃংখল ও সুষ্ঠুভাবে টিকা প্রদানের জন্য আইন-শৃংখলাবাহিনীর পুলিশ, আনসাবাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন সুভা’র স্বেচ্ছাসেবকরা কাজ করছেন।
এ সময় ওই টিকাকেন্দ্রে টিকা নেওয়ার বিষয়ে কথা হয় বিভিন্নজনের সঙ্গে এ প্রতিনিধি’র। এদের একজন হলেন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর এলাকার মো. আনোয়ার হোসেন (৫৬)। এতোদিন কেন টিকা নেননি (?) এমন প্রশ্নের জবারে তিনি জানান, দিনমজুরী করি। কাজেকর্মে ব্যস্ত থাকায় টিকা নিতে পারেনি এতোদিন। সরকারিভঅবে ঘোষণা দেওয়া হয়েছে, আজ থেকে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তাই আজ সময় করে টিকা নিতে এসেছি।
এ সময় ওই টিকাদান কেন্দ্রে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার। তিনি জানান, গতকাল একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচির আওতায় উপজেলায় মোট ৩৪টি টিকাদান কেন্দ্রে টিকাদান করা হয়। এর মধ্যে সৈয়দপুর পৌরসভা এলাকার ১৫ টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্র, উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৮টি কেন্দ্রে এবং ১০০ শয্যা বিশিষ্ট হাসাপাতালে একটি স্থায়ী টিকা কেন্দ্রে টিকা প্রদান করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: