শিবগঞ্জে বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম শনিবার শিবগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্য তিনি বলেন গত কয়েক দিন পূর্বে আমার স্কুলের অফিস সহায়ক পদে নিয়োগের জন্য আমার সঙ্গে কোন আর্থিক লেনদেন হয়নি। প্রতিপক্ষ আমার মান সম্মানের হানি করার লক্ষ্যে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তাহা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি আরো বলেন আমার বিদ্যালয়ের পক্ষ থেকে অফিস সহায়ক পদের জন্য কোন পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়নি অথচ দেউলী ইউনিয়নের পোড়া নগরী গ্রামের বাসিন্দা চাকরি প্রার্থী মোস্তাফিজার রহমান, থানায় মিথ্যা অভিযোগ দাখিল করেছেন। তিনি আরো বলেন মোস্তাফিজার রহমানের চাকুরীর ব্যাপারে আমি কিছুই জানিনা। মোস্তাফিজার রহমান আমার মান সম্মান ও ভাবমুর্তি নষ্ট করার সহ আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপূর্ণ করার জন্য আমাকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ তুলছে। শুধু তাই নয় ১৪ লক্ষ টাকা ঘুষ দেওয়ার কথাও বলছে। তিনি বলেন মোস্তাফিজার এর নিকট থেকে ১ লক্ষ টাকা লাভের উপর নিয়েছি তখন ২টি চেক ও ২টি ননজুডিশিয়াল স্ট্যাম্পে সরল বিশ্বাসে স্বাক্ষর দিয়ে ছিলাম। প্রতিপক্ষ সেই সুযোগটি হাতে নিয়ে ওই সমস্ত কাগজপত্র ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এ ধরনের বিভ্রান্তি মূলক প্রচার চালচাচ্ছেন। তিনি বলেন, এ বিষয়ে ইতিপূর্বে এলাকায় দরবার শালীশ হয়েছে সেখানে প্রকাশ্য বলেছেন তার অভিযোগ দেওয়া ঠিক হয়নি। প্রধান শিক্ষক আরো বলেন আমি দায়িত্ব নেওয়ার পর নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করেছি। শুধু তাই নয় বর্তমান শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি চালু করায় এবং বিদ্যালয়ের পাবলিক পরিক্ষায় ফলাফল সন্তোষ হওয়ায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছেন, প্রধান শিক্ষক আরো বলেন এই বিদ্যালয়ে উক্ত পদের জন্য কোন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা বা নিয়োগ পরিক্ষাও নেওয়া হয়নি। বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যরা এই নিয়োগ পরীক্ষার ব্যাপারে কিছুই জানেন না। মোস্তাফিজার মিথ্যা অভিযোগ দিয়ে ঘোলা পানিতে মাছ স্বীকার করতে চায়। তিনি প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এমদাদুল হক, ফুল মিয়া প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ