বাংলাদেশ এম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি বগুড়া জেলার নির্বাচন সম্পন্ন
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে বাংলাদেশ এম্বুলেন্স কল্যাণ মালিক সমিতি বগুড়া জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে জাকির হোসেন বেবি (চেয়ার মার্কা) ২৩ ভোট পেয়ে সভাপতি এবং বাকিরুল ইসলাম (আনারস মার্কা) ২৬ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহনের সময় সীমাবদ্ধ থাকলেও নির্দিষ্ট সময়ের আগেই সকল ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করায় দুপুর ১.২৫ মিনিটে ভোট গ্রহন সম্পন্ন করা হয়। মোট ৪৩ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। ১৩টি পদের বিপরীতে এই নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২৩জন। দুপুর ২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়।
এ নির্বাচনে অন্যান্য পদে যারা বিজীয় হয়েছেন তারা হলেন সহ-সভাপতি আব্দুস সালাম ( মশাল মার্কা) , সহ সাধারন সম্পাদক আল শাহরিয়ার জর্জ (টিউবওয়েল), সাংগাঠনিক সম্পাদক মো. রবিন (দেওয়াল ঘড়ি), সমাজকল্যাণ সম্পাদক পদে মুক্তার আলী (প্রজাপতি মার্কা) এবং কার্যকরী সদস্য পদে জহুরুল ইসলাম ( হেলিকপ্টার), হেদায়েতুল্ল্যাহ (মাছ) এবং নিশাদুর রহমান নিশাদ টেলিভিশন মার্কা)। এছাড়া ৪টি পদে বিনা প্রতীদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন, তারা হলেন দপ্তর সম্পাদক পদে তুষার আহম্মেদ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আকতার হোসেন এবং ক্রীড়া সম্পাদক পদে আলমগীর হোসেন বিনা প্রতীদ্বন্দীতায় জয়লাভ করেছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন আলীমান হাকিম খোকা। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মানজার হোসেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন মিজানুর রহমান বাবু, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম এবং হাসানুজ্জামান পলাশ।

প্রেস বিজ্ঞপ্তি