তেঁতুলিয়ায় চক্ষু ক্যাম্প ও প্রতিবন্ধীদের মাঝে অনুদান বিতরণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে বিশেষায়িত চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ভজনপুর আরডিআরএস অফিসের মাঠে ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।
আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর আঞ্চলিক ব্যবস্থাপক আতিয়ার রহমানের সভাপতিত্বে ও আরডিআরএস বাংলাদেশ’র সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী কহিনুর ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ভজনপুর ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিন। দিনব্যাপী ওই ক্যাম্পে ২০৬ জন রোগী সেবা গ্রহণ করেন। এদের মধ্যে ৩৬ জন রোগীকে বিনামুল্যে ছানি অপারেশন করার জন্য সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। একই অনুষ্ঠানে পল্লী কর্ম-সহায়ক ফাইন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন সমৃদ্ধি কর্মসূচির আওতায় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ২ জন অসহায় প্রতিবন্ধীদের মাঝে বিশেষ সহায়তা হিসেবে ৩২ হাজার ৫শ টাকা ম্যাচিং অনুদান প্রদান করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি