শিবগঞ্জে প্রতিপক্ষ কর্তৃক বিধবার জমি বেদখলের চেষ্টা থানায় জিডি
বগুড়ার শিবগঞ্জে প্রতিপক্ষ কর্তৃক এক অসহায় বৃধবার জমি জবর দখলের চেষ্টা, থানায় জিডি।
থানার জিডি সূত্রে জানা যায়, শিবগঞ্জ পৌর এলাকার ভুরঘাটা গ্রামের মৃত: রুহুল আমিন এর স্ত্রী বিধবা রেহেনা বেগম তার স্বামীর মৃত্যু পর দীর্ঘ ২৫ বছর যাবৎ ধামাহার মৌজার ৩৯৩ নং খতিয়ানের ১১৮৭, ১৭৭৮ নং দাগের ২৬ শতক জমি শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছে। বর্তমানে ইরি মৌসুমে তিনি ধানের চারা রোপন করেন। স্বামীর ত্যক্ত সম্পত্তি ওই বিধবা ও তার মেয়ে নিশাত তাসনিম রূপা আকরে ধরে রেখেছে। কিন্তু প্রতি পক্ষ এই গ্রামের মৃত: মফিজ উদ্দিন এর ছেলে ইসমাইল হোসেনের চোখ পরে ওই বিধরা সম্পত্তির উপর। গত ১০ ফেব্রুয়ারি ভূমিদস্যু ইসমাইল হোসেন ও তার লোকজন ওই বিধবার জমি বেদখল করার উদ্দেশ্যে ট্রাক দিয়ে মাটি দ্বারা ভরাট করতে থাকে। প্রতিপক্ষদেরকে বাঁধা নিষেধ করায় তারা বিধবাকে মারপিট সহ প্রাণের হুমকি প্রদান করে আসছে। ওই বিধবা নিরূপাই হয়ে থানায় জিডি করেন। যাহার জিডি নং- ৫৫১, তাং- ১০/০২/২২।
এব্যাপারে বিধবা রেহেনা বেগম এর সাথে কথা বললে তিনি বলেন, আমার স্বামী গত ২৫ বছর পূর্বে মারা যায়। আমার ছেলে সন্তান না থাকায় প্রতিপক্ষরা আমার জমি বেদখল করার পায়তারা করছে। প্রতিপক্ষের কারণে আমরা অসহায়ত্ব জীবন যাপন করছি। জমির কাগজপত্রাদি আমাদের নামে থাকা স্বত্বেও প্রতিপক্ষ পেশি শক্তি দিয়ে আমার জমি বেদখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।এব্যাপারে প্রতিপক্ষ ইসমাইল হোসেন এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয় নাই।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ দীপক কুমার বিশ্বাস এর সাথে কথা বললে তিনি এ বিষয়ে থানায় জিডি নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ