আদমদীঘির নশরৎপুরে নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের দায়িত্ব গ্রহন
বগুড়ার আদমদীঘি নশরতপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান,সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা দায়িত্বভার গ্রহন করেছেন।
রবিবার বেলা ১১ টায় নব নির্বাচিত গোলাম মোস্তফা মণ্ডল সহ ৯টি ওয়ৃার্ডের মেম্বার এবং ৩ জন সংরক্ষিত মহিলা মেম্বার আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন। এলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদ চত্তরে ।
আসাদ্দুজ্জামান মন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নশরতপুর সাবেক ইউ পি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক খন্দকার । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নশরতপুর ইউ পি আঃ লীগের সভাপতি আব্দুর রাজ্জাক আজাদ,আহম্মেদ মাষ্টার এসময় আর ও উপস্থিত ছিলেন সাবেক যুবদল সভাপতি ও বিএন পি নেতা এস এম সুলতান মাহমুদ চঞল, মুরইল বাজার বনিক সমিতির উপদেষ্টা ও যুবদল নেতা শাহজালাল মাহমুদ (চপল),লোকমান হোসেন বাবু সাবেক সাধারন সম্পাদক নশরতপুর ইউনিয়ন বিএনপি,জহুরুল ইসলাম বিএন পি ,মুরইল বাজার বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম তালুকদার (লিটন) ,ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ,জহুরুল ইসলাম প্রাণী সম্পদ অফিসার, শিহ্মা অফিসার সিদ্দিকুর রহমান সহ গন্যমান্য বাক্তি বর্গ পরিশেষে নব নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্থফা মণ্ডল এর বক্তব্য ও দোয়া করে অনুষ্ঠানের সম্পাপ্তি করা হয়।

আদমদীঘি(বগুড়া)সংবাদদাতা