আদমদীঘিতে স্কুলছাত্রী অপহরনের অভিযোগ
বগুড়ার আদমদীঘি গালর্স উচ্চ বিদ্যালয়ের এক স্কুল ছাত্রীকে মাইক্রেযোগে অপহরনের অভিযোগ উঠেছে। এঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে আদমদীঘি থানায় পিতা-পুত্র সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলাসুত্রে জানাযায়, আদমদীঘির কাশিমালা গ্রামের শ্রী হারান চন্দ্র প্রামানিক কন্যা ও আদমদীঘি গার্লস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রী জয়া মনি (১৪) প্রাইভেট পড়ার জন্য যাওয়ার পথে উপজেলার ডহরপুর গ্রামের মির হোসেনের ছেলে সোহেল রানা প্রায় বিয়ের প্রলোভন দিয়ে ফুসলিয়া আসিতেছি। প্রতিদিনের মতো গত ২৪ ফ্রেব্রুয়ারী সকাল সাড়ে ৬ টার সময় স্কুল ছাত্রী প্রাইভেট পড়ার জন্য বাড়ী থেকে বের হয়। একই দিনে সাড়ে ১০ টার সময় স্কুল ছাত্রী বাড়ী ফিরার পথে শিয়ালশন রাস্তার মোড় নামক স্থানে পৌছলে সোহেল রানা ও তার সহযোগীরা স্কুলছাত্রীকে জোড়পূর্বক কালো রংয়ের একটি মাইক্রোবাসে তুলে বগুড়ার দিকে পালিয়ে যায়। এঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সোহেলরানা সহ চারজনের বিরুদ্ধে গত শনিবার রাতে থানায় মামলা দায়ের করেন। আদমদীঘি থানা ওসি জালাল উদ্দীন মামলা দায়েরের কথা নিশ্চিত করেন।

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা