শিশু লেখক সাইমনের প্রথম মুক্তিযুদ্ধের গল্প ও কবিতা বইয়ের মোড়ক উন্মোচন
শিশু লেখক সাইমনের প্রথম একুশে বই মেলায় মুক্তিযুদ্ধের গল্প ও কবিতা বইয়ের মোড়ক উন্মোচন ।
গত শনিবার সন্ধ্যা সাতটায় বগুড়া শহীদ খোকন পার্কে একুশে বইমেলায় ৬ বছর বয়সের শিশু লেখক সাইমনের মুক্তিযুদ্ধের গল্প ও কবিতা বইয়ের মোড়ক উন্মোচন করা হয় । মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সহ সভাপতি বাবলা , সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিক , দপ্তর সম্পাদক এইচ আলিম, লেখক সাইমনের বাবা সাংবাদিক এস এম দৌলত, মা শামীমা সপ্না, সহ এ সময় আরো উপস্থিত ছিলেন একাত্তর টেলিভিশন বগুড়া জেলা প্রতিনিধির শাজাহান আলী,নজরুল ইসলাম মিলন এস টিভির জেলা প্রতিনিধি , বগুড়া টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম জাকারিয়া , জোবায়ের , ক্যামেরাপারসন মনির ও সাব্বির সহ বগুড়া লেখক চক্রের সদস্যবৃন্দরা ।
অনুষ্ঠানে লেখক সাইমনের বাবা বলেন আমার ছেলে লেখার চেষ্টা করেছে আমরা কেবল মাত্র তাকে সার্বিক দিক থেকে সহযোগিতা করেছি , ভুল ত্রুটি ক্ষমা করে তাকে উৎসাহ দেওয়ার জন্য একটি করে বই কেনার অনুরোধ করে বলেন , আগামী দিনে যেন সমাজে সকল শিশুর পিতা মাতা সন্তানদের গল্প কবিতা লেখার উৎসাহ দেয় তাহলে আগামী প্রজন্ম মাদক ও সন্ত্রাসমুক্ত হবে বলে তিনি আশা করেন

প্রেস বিজ্ঞপ্তি