বগুড়ায় ২ নৈশ প্রহরী হত্যার রহস্য উদঘাটন, আটক ৩
বগুড়ায় চাঞ্চল্যকর ২ নৈশ প্রহরী হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। সেই সাথে ৩ জন হত্যাকারীকে আটক করেছে তারা। বিসিক শিল্প নগরীর মাছু মেটাল ইন্ডাষ্ট্রির ট্রাক ড্রাইভারের চুরি ধরা পড়ার আশংকায় ড্রাইভার তার সঙ্গীদের সাথে নিয়ে ২ নৈশ প্রহরী হান্নান ও সামছুকে হত্যা করে। হত্যাকারীদের আটকের বিষয়ে আজ রোববার বেলা ১ টায় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সংবাদিক সম্মেলনে এ কথা জানান।
পুলিশ সুপার আরো জানান, মাছু মেটাল ইন্ডাষ্ট্রির ট্রাক ড্রাইভার হোসেন বিন মিল্লাত দীর্ঘ দিন যাবত কারখানার বিভিন্ন মালামাল চুরি করে বাইরে বিক্রি করতো। বিষয়টি নৈশ প্রহরীরা জানতে পরে। তারা বিষয়টি মালিক পক্ষকে জানালে ড্রাইভারের চাকুরীর অসুবিধে হতে পারে। এই আশংকায় ড্রাইভার তার সঙ্গীদের নিয়ে ২৪ ফেব্রুয়ারী ভোরে ২ নৈশ প্রহলীকে হত্যা করে লাশ দুটি ম্যানহোলে ফেলে দেয়। পরে তারা মালিক তাজমিলুর রহমানের মোবাইলে ম্যাসেজ পাঠিয়ে ৫ লাখ টাকার দাবী করে। তখন বিষয়টি মালিক পক্ষ পুলিশে জানালে পুলিশ কারখানার পিছনে ম্যানহোল থেকে লাশ দুটি উদ্ধার করে।
পুলিশ ঘটনা তদন্তে নেমে প্রথমে মোবাইল ট্রাকিং করে গাজিপুর থেকে সুমন নামে একজনকে আটক করে পরে তার স্বীকারোক্তিতে হোসাইন বিন মিল্লাত ও রাহাতকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত লোহার রড, ২টি মোবাইল ফোন উদ্ধার করে। পুলিশ সুপার আরো জানান, আটককৃতরা হত্যার ঘটনা পুলিশের কাছে স্বীকার করেছে।
উল্লেখ্য গত ২৩ ফেব্রুয়ারী বগুড়ার বিসিক শিল্প নগরীর মাছু মেটাল ইন্ডাষ্ট্রির দুই জন নৈশ্য প্রহরী সামছু ও হান্নান নিখোঁজ হয়। পরবর্তীতে পুলিশ ২৫ ফেব্রুয়ারী বিকেলে কারখানার ম্যানহোল থেকে সামছু ও হান্নানের মৃতদেহ উদ্ধার করে।

ষ্টাফ রিপোর্টার