পঞ্চগড়ে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা
পঞ্চগড়ে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ওই মেলার আয়োজন করে।
সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, জেলা প্রাণীসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডা. মো. আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. মরিয়ম রহমান, সদর উপজেলা প্রকৌশলী মো. আতাউর রহমান, সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন। মেলায় ৪৮টি স্টলে গরু, মহিষ, ছাগল, ভেড়া, কবুতরসহ প্রাণিজ খাদ্য প্রদর্শন করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি