বগুড়ায় বিহঙ্গ আবৃত্তি পরিষদ ও ত্রিতালের আবৃত্তি ও সঙ্গিতানুষ্ঠান
বগুড়ার পুরাতন শিল্পকলা একাডেমি ভবনস্থ বিহঙ্গ আবৃত্তি পরিষদ ও সহযোগী সংগঠন ত্রিতাল (শিশু মনন বিকাশ কেন্দ্র) কার্যালয়ে মহান ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আবৃত্তি ও সঙ্গীত প্রযোজনা "ভাষার লড়াই" অনুষ্ঠিত হয়।
রবিবার বিকালে বিহঙ্গ আবৃত্তি পরিষদের সদস্যদের আবৃত্তি এবং ত্রিতালের শিার্থীদের পরিবেশনায় কবি রফিকুর রশিদের কাব্য থেকে এ প্রযোজনার গ্রন্থনা ও নির্মাণ ভাবনায় ছিলেন আবৃত্তি শিল্পী ও প্রশিক ফজলে রাব্বী। প্রাচীন, মধ্যযুগ ও আধুনিককালের বাংলা সাহিত্য, সাহিত্যিক, বাংলা ভাষা এবং বাংলা ভাষা ভাষীদের উপর বিভিন্ন শাসনামলের নির্যাতন ও জারীকৃত নিষেধাজ্ঞা, বিদেশী ভাষার আগ্রাসন, ভাষা আন্দোলন সহ এই ভূ-খন্ডের রাজনৈতিক নানান পট পরিবর্তনের ইতিহাস ছিল এই প্রযোজনার মূল উপজীব্য। এই প্রযোজনায় ইতিহাসের ধারাক্রম অনুযায়ী ব্যবহৃত গানগুলির সঙ্গীতায়োজনে ছিলেন ত্রিতালের সঙ্গীত প্রশিক প্রণব সান্যাল, তবলায় সঙ্গত করেছেন বিমল কবিরাজ।
ঘন্টাব্যাপী এ প্রযোজনাটি ছাড়াও অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পী সৈয়দ তাহসিন কবির এবং সবশেষে সংগঠনের সদস্যরা একটি শ্রুতিনাটক পরিবেশন করেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে "দ্য রান" এর নির্মাতা সুপিন বর্মন সেরা চিত্রনাট্যকার ও পরিচালক এবং সেরা অভিনেতা হিসেবে শাহাদাৎ হোসেন পুরস্কৃত হওয়ায় এই অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেয়া হয়। একই সাথে বিহঙ্গ আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতা সাইদুর রহমান কামাল সম্মিলিত সাংস্কৃতিক জোট, লন্ডনের সাংগঠনিক স¤পাদক নির্বাচিত হওয়ায় তাঁকেও সংগঠনদ্বয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
এই অনুষ্ঠানের মাধ্যমে সংগঠন কার্যালয়ে স্থাপিত (ইনডোর) বর্ণমালা মঞ্চের শুভ সূচনা হলো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনদ্বয়ের সমন্বয়কারী এবং বিহঙ্গ আবৃত্তি পরিষদের সভাপতি ফজলে রাব্বী, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাইদুর রহমান কামাল, বিহঙ্গ আবৃত্তি পরিষদের উপদেষ্টা, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও আবৃত্তি শিল্পী সৈয়দ তাহসিন কবির, সঙ্গীতশিল্পী প্রণব সান্যাল ও তালযন্ত্র প্রশিক বিমল কবিরাজ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য রাকিবুল ইসলাম দোলন।

ষ্টাফ রিপোর্টার