শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও বিভিন্ন দিবস উদযাপনে প্রস্তুতি মূলক সভা
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী, ঐতিহাসিক ৭ মার্চ এবং ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস,২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সহ বিভিন্ন কর্মসূচি পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তারক নাথ কুন্ডু, থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, নিবার্চন অফিসার আনিসুর রহমান, শিক্ষা কর্মকর্তা গোলাম সারওয়ার জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, রেজাউল করিম চঞ্চল, শহিদুল ইসলাম শহিদ, জাহেদুল ইসলাম, বেলাল হোসেন, আব্দুল মোত্তালিব, এসকেন্দার আলী শাহানা, আহসান হাবিব সবুজ, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম, হাবিবুল আলম, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, পবন রায়, সোহেল আক্তার মিঠু, সাজু মিয়া প্রমুখ।

শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধি