২০তম চাইল্ড পার্লামেন্টে বগুড়ার প্রতিনিধিত্ব করছেন মাহমুদ আল জিহাদ
“ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা এবং শিশু সুরক্ষা” প্রতিপাদ্যতে আজ ১ মার্চ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঢাকায় সকাল থেকে শুরু হওয়া ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স এর ২০তম চাইল্ড পার্লামেন্ট অধিবেশনে বগুড়ার শিশু সাংসদ হিসেবে অংশ নিয়েছেন এনসিটিএফ বগুড়ার মাহমুদ আল জিহাদ।
সারাদেশের ৬৪টি জেলার এনসিটিএফ এর চাইল্ড পার্লামেন্ট সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এবারের পার্লামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম,এ মান্নান এমপি।
ইয়েস বাংলাদেশ ও অপরাজেয় বাংলাদেশের আয়োজনে এবং প্লান ইন্টারন্যাশনাল ও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের সহযোগিতায় ওয়াই মুভস প্রজেক্ট এর আওতায় অনুষ্ঠিত এই পার্লামেন্টে শিশু সাংসদরা নিজ নিজ জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। যেখানে বগুড়া জেলার শিশু অধিকার পরিস্থিতি এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় সার্বিক বিষয় প্রসঙ্গে কথা বলবেন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর ১০ম শ্রেণীর শিক্ষার্থী মাহমুদ আল জিহাদ।
এ প্রসঙ্গে বগুড়া এনসিটিএফ এর শিশু সাংসদ হিসেবে চাইল্ড পার্লামেন্টে অংশ নেয়া মাহমুদ আল জিহাদ বলেন, গত বছর করোনাকালীন প্রতিবন্ধকতায় ভার্চুয়ালি চাইল্ড পার্লামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তবে এ বছর সরাসরি অনুষ্ঠিত পার্লামেন্টে অংশ নিতে পেরে তিনি অত্যন্ত গর্বিত। একই সাথে চাইল্ড পার্লামেন্টে বগুড়ার সকল শিশুর পক্ষে প্রতিনিধিত্ব করতে পেরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন বগুড়ার মতো গুরুত্বপূর্ণ একটি জেলার ইতিবাচক উন্নয়নের চিত্র এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় জেলা পর্যায়ে আরো কি কি ইতিবাচক উদ্যোগ নেয়া যায় সে বিষয়ে তিনি পার্লামেন্টে কথা বলবেন। তিনি বগুড়াবাসীসহ সকলের দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী জিহাদ পড়াশোনার পাশাপাশি শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও নেতৃত্ব বিকাশে এনসিটিএফ বগুড়ার সাথে কাজ করে যাচ্ছে। এছাড়াও নাচ ও ক্রীড়াঙ্গনের নানা খেলাধুলাতেও সমান পারদর্শী এনসিটিএফ বগুড়ার এই শিশু সাংসদ।

ষ্টাফ রিপোর্টার