পঞ্চগড়ে বাকাসস’র পূর্ণদিবস কর্মবিরতি পালন
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ও জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করার অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবিতে পঞ্চগড়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি-বাকাসস, পঞ্চগড় জেলা শাখা।
মঙ্গলবার পঞ্চগড় কালেক্টরেট চত্ত্বরে কাজ বাদ দিয়ে পূর্ণদিবস কর্মসূচি পালন করে। সকালে তাদের দাবির সমর্থনে বক্তব্য দেন বাকাসস পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আবু সায়েম, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, কোষাধ্যক্ষ আব্দুল করিম-২ প্রমূখ। বক্তারা অবিলম্বে তাদের দাবি পূরণ করার জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।

পঞ্চগড় প্রতিনিধি