দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
ক্রমাগত নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সামনে পঞ্চগড়-টুনিরহাট সড়কে ঘন্টাব্যাপি ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সম্মিলিত সামাজিক আন্দোলন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন ওই মানববন্ধনের আয়োজন করে। সংগঠনটির সভাপতি মির্জা সাবদারুল ইসলাম মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, আহসান হাবীব, রফিকুল ইসলাম ভুট্টো, রফিকুল ইসলাম সরকার, সাংস্কৃতিক কর্মী মোস্তাক-উর-রহমান এটম প্রমুখ ।
বক্তারা বলেন, চাল, ডাল, তেলসহ খাদ্য পন্যের দাম বাড়ছে অস্বাভাবিকভাবে। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তারা জ্বালানী তেল, গ্যাস, পানি ও বিদ্যুতের দাম না বাড়িয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার মনিটরিং এর মাধ্যমে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান। এসব দাবি না মানলে তারা বৃহত্তর সমাবেশের ঘোষণা দেন তারা।

পঞ্চগড় প্রতিনিধি