বিরামপুরে মাদ্রাসায় এতিমখানায় অনুদানের চেক বিতরণ
বিরামপুর উপজেলার পৌরসভাসহ ৭টি ইউনিয়নের ১৭টি লিল্লাহ বোর্ডিং ও এতিম খানার মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অধীন বিরামপুর সমাজ সেবা অধিদপ্তর থেকে ১মার্চ মঙ্গলবার দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমাজ সেবা অধিদপ্তরে ক্যাপিটেশন গ্রান ভূক্ত উপজেলার ১১টি লিল্লাহ এতিম খানা মাদ্রাসার প্রধানদের নিকট ৪৩ লক্ষ ৩২ হাজার টাকার চেক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জমিল উদ্দিন মন্ডল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম,বিরামপুর প্রেসকাবের সভাপতি মোঃ আকরাম হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরমান হোসেন, সাংবাদিক মোঃ হাফিজ উদ্দিন সরকার, মাওলানা মোঃ আনিসুর রহমান, মুফতি মোঃ নাসিম হোসেন প্রমুখ।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: