আদমদীঘিতে সরকারী ড্রেন ভেঙ্গে সীমানা প্রাচীর নির্মান
বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উথরাইল জাহানাজ গ্রামের রাস্তার পার্শ্বে জনসাধারনের পানি নিস্কাশনের পাঁকা ড্রেন ভেঙ্গে বসতবাড়ী তৈরী করার অভিযোগ উটেছে। ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য একটি মহল জোড়তৎপড়তা চালাচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, আদমদীঘির সান্তাহার ইউনিয়নের অওতাভুক্ত ২ নং ওয়ার্ডের উথরাইল জাহনাবাজ গ্রামের জসাধারনের বসতবাড়ীর পানি নিস্কাশনের জন্য ১৮-১৯ অর্থ বছরের এলজিএসপি প্রকল্পের ১ লক্ষ টকা ব্যায়ে ছাত্তারের বাড়ীর পার্শ্বে দিয়ে ইউনিয়ন পরিষদের অধীনে সরকারী ড্রেন তৈরী করেন । একই গ্রমের মৃত ইউনুস আলীর ছেলে ছাত্তার নিজ ক্ষমতার বলে সরকারী পানি নিস্কাশনের ড্রেন ভেঙ্গে বসতবাড়ী নির্মান কাজ শুর করতে যায়।্ এসময় স্থানীয় গ্রামের লোকজন বাধা দেয়। স্থানীয়রা বলছে পানি নিস্কাশনের সরকারী ড্রেন ভেঙ্গে বাড়ী নির্মান করলে এলাকার ক্ষতি হবে। ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজিম উদ্দীন ড্রেন ভাঙ্গার কথা স্বিকার করেন।
সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদা সুলতানা তৃপ্তির সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, বিষয়টি জানার পর ভাঙ্গা ড্রেন পূর্ণ নির্মান করার জোড় আদেশ দেয়া হয়েছে ছাত্তারকে।

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা