শিবগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত
“বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এ শ্লোগান কে সমানে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শহীদ হাফিজার রহমান মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপকু কুমার দাস পিপিএম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিঃ শিবগঞ্জ মডেল অফিস ইনচার্জ খলিলুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন মুজিবর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার, করবো বীমা গড়বো দেশ, উন্নয়নের বাংলাদেশ। বক্তারা আরো বলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বলেছেন আমি বীমা পরিবারের সন্তান, আমার পিতা ১৯৬২ সালে অবিভক্ত বাংলাদেশে বীমা কোম্পানীর চাকরীর মাধ্যমে কর্মময় জীবন শুরু করেন। সে সময় তিনি বীমা কোম্পানীতে চাকুরীর সুবাদে বাংলাদেশে বিভিন্ন জেলায় বীমা কোম্পানী অফিস পরিদর্শন করেন। এ সুবাদে তিনি রাজনৈতিক কর্মকান্ডেরও প্রসার ঘটিয়েছেন। বীমা কোম্পানীর চাকরীর সময়টায় তিনি বন্দী জীবনের বাহিরে ছিলেন।বাকী সময়টা তাকে বেশিভাগ কাটাতে হয়েছে বন্দী দশায়। তাই বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব বলেছিলেন বীমার চাকরীর জীবনের বঙ্গবন্ধুকে সংসার জীবনে কাছে পেয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা খাতে কাজ করতেন। তিনি বীমা নিয়ে মানুষকে নিয়ে সতেচন করেছিলেন। এর প্রয়োজনীয়তা তুলে ধরে প্রসার ঘটিয়েছেন।
আলোচনা শেষে বীমা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়। বিজয়ীরা হলেন উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন শিবগঞ্জ সরকারি এম.এইচ মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির নাজমুল হক, একই কলেজের সুমাইয়া আক্তার ফাতেমা ২য় ও শাকিলা খাতুন ৩য় স্থান। মাধ্যমিক পর্যায়ে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোছাঃ নুসরাত জাহান, একই বিদ্যালয়ের ছাত্রী তাসমিমা হোসেন তাম্মি, ফাহমিদা ইয়াসমিন ৩য় স্থান অর্জন করেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ