বগুড়ায় মৎস্যজীবী লীগের দোয়া মাহফিল
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল করা হয়েছে।
মঙ্গলবার বাদ আছর শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন বাইতুল হাফিজ জামে মসজিদে জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার আহবায়ক রাসেল আহম্মেদ কনক, সদস্য সচিব কামরুজ্জামার মানিক, যুগ্ম আহবায়ক ইছানুর, পবন সরকার, শাকিল মাহমুদ, সদস্য তোফাজ্জল হোসেন, শেখ মাহবুব, উপজেলা মৎস্যজীবী লীগ নেতা আরাফাত, দেলোয়ার, মেহেদী, মিঠু, আকাশ, মিঠুন হাসান মিঠু, আব্দুল্লাহ দুলাল, ফারুক, মাহমুদ আলী, জাহাঙ্গীর, সোহেল হাসান, সোয়ান, ফেরদৌস, জিহাদ, রুস্তম আলী প্রমুখ।
শেষে কেন্দ্রীয় কমিটির সধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের দীঘায়ু কামান করে এবং দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি