সাপাহারে গণহত্যা দিবস এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নওগাঁ সাপাহারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. রুহুল আমিন,ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ , মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, আনসার ভিডিপি কর্মকর্তা জুলেখা পারভিন,জনস্বাস্থ্য প্রকৌশলী সন্তোষ কুমার, আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :