স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে পঞ্চগড়ে চলচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চলচিত্র নিয় মাসব্যাপী প্রদর্শনী পঞ্চগড়ে শুরু হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চারটি চলচ্চিত্র উপজেলা পরিষদসহ মাসব্যাপী বিভিন্ন স্কুল কলেজে প্রদর্শন করা হবে। পরে এসব বিষয়ে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
পরে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক। সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক ও নিলুফার ইয়াসমিন।

পঞ্চগড় প্রতিনিধি