হিলি সীমান্তে ফেন্সিডিল সহ দুই ভাই গ্রেপ্তার
দিনাজপুরের হিলি সীমান্তে মাদক বিরোধী অভিযানে ৪৪ বোতল ফেন্সিডিল সহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত দুই ভাই, হিলি সীমান্তের নওপাড়া গ্রামের রহেদুল ইসলামের ছেলে ইদ্রিস আলী (২৭) ও জাকির হোসেন (৩০)।
বুধবার (৩ মার্চ) দুপুরে হিলি মহেড়াপাড়া বিজিবি'র ক্যাম্পের উত্তর পাশে পানের দোকানের সামনে থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম।
তিনি জানান, বুধবার দুপুরে মহেড়াপাড়া বিজিবি ক্যাম্পের সামনে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেন্সিডিলসহ ইদ্রিস ও জাকিরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেল-হাজতে পাঠানো হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিঃ