হিলিতে জাতীয় ভোটার দিবস পালিত
“মুজিব বর্ষের অঙ্গিকার,রক্ষা করব ভোটাধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে আবারো উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাচন অফিসের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলার চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,উপজেলা নির্বাচন অফিসার শফিকুর আকন্দ সহ অনেকে।

হিলি দিনাজপুর প্রতিনিধিঃ