নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপির। গতকাল বুধবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন। জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক রেজা পাহলবি মাসুম, জেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম। সকাল থেকেই জেলার পাঁচ উপজেলার নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাষ হয়ে উঠেছে। প্রতিদিনই বাড়ছে এ সকল পণ্যের দাম। সরকার কোনভাবেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেনা। সরকার অবৈধ হওয়ার কারইে দেশের মানুষ আজ শান্তিতে নেই। এজন্য এখনই সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। পঞ্চগড় থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে জানান বক্তারা। বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পঞ্চগড় প্রতিনিধি