শাজাহানপুরে দৃষ্টি নন্দন হাফেজিয়া মাদ্রাসার ভবন উদ্বোধন
বগুড়ার শাজাহানপুরে গোহাইল দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের নব-নির্মিত দৃষ্টি নন্দন ভবন উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার বাদ আসর ফিতা কেটে হাফেজিয়া মাদ্রাসা ভবন উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু।
উদ্বোধনী অনুষ্ঠানে অত্র হাফেজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক আরিফুল রহমান আকন্দের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর,সাংগঠনিক সম্পাদক ডাঃ রাজু আহমেদ,আওয়ামী লীগ নেতা আনোয়ারুল,শাহজাহান আলী,আফজাল হোসেন,গোহাইল ইউপি সদস্য ফরিদ উদ্দিন,স্থানীয় নুরুল ইসলাম,আফজাল আলী সহ অভিভাবক, মুসুল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গোহাইল দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসাটি ১৯৭৫ সালে স্থানীয়দের উদ্যোগে ১৩ শতাংশ জায়গায় উপর প্রথম যাত্রা শুরু করে।মাদ্রাসাটি উপজেলা গোহাইল বাসস্ট্যান্ডের পূবে পাশে অবস্থিত।মাদ্রাসার হেফজখানা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে অসহায় এতিম,স্থানীয় শিক্ষার্থীদের কুরআন শিক্ষা দানে কাজ করে যাচ্ছে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি