ভারত থেকে ৪১টি ওয়াগনে ভুট্টা আসছে হিলি রেলস্টেশনে
ভারত থেকে ৪১ টি ওয়াগনে ২ হাজার ৪১৭ মেট্টিকটন ভুট্টা এসে পৌঁছিয়েছে দিনাজপুরের হিলি রেলস্টেশনে। আর তা থেকে ভাড়া বাবদ সরকার রাজস্ব পেয়েছেন ১২ লাখ ৪৫ হাজার ৭৬৫ টাকা।
শনিবার (৫ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী।
তিনি জানান, চলতি মাসের ১ মার্চে ১০ ওয়াগন ও গতকাল ৪ মার্চ ৩১ টি ওয়াগন, মোট ৪১ টি ওয়াগন ২ হাজার ৪১৭ মেট্রিকটন ভুট্টা এই স্টেশনে এসেছে। সরকার ভাড়া বাবদ পেয়েছেন ১২ লাখ ৪৫ হাজার ৭৬৫ টাকা।
তিনি আরও জানান, সুমন এন্ড ব্রাদার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভুট্টাগুলো আমদানি করেন। ওয়াগনগুলো ভারতের বিহার থেকে দেশের দর্শনা হয়ে হিলি স্টেশনে আসে।
হিলি বন্দর শ্রমিক প্রধান গোলাম মোর্শেদ বলেন, হিলি রেলস্টেশনে আমার ১৬০ জন মতো শ্রমিক লোড-আনলোডের কাজ করে থাকে। তারা প্রতিটন ৬৫ টাকা করে আনলোডের মজুরি পায়।

মোসলেম উদ্দিন, হিলি দিনাজপুর প্রতিনিধিঃ