বগুড়ায় দেশ রূপান্তর’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বগুড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে দেশের শীর্ষ দৈনিক দেশ রূপান্তর’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই আনন্দ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) সহ-সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে আয়োজিত আনন্দ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের(বিইউজে) সভাপতি আমজাদ হোসেন মিন্টু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বাংলাভিশনের ব্যুরো প্রধান আব্দুর রহিম বগরা, বগুড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিলন রহমান ও আরিফ রেহমান, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, মুরশীদ আলম, বগুড়া ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুর রহমান রানা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাত্র তিন বছরের ব্যবধানেই দেশ রূপান্তর পাঠক সমাজে দৃঢ় অবস্থান তৈরি করেছে। দায়িত্বশীলতার শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা দৈনিকটি সত্যিই নিজেরাও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। অন্য বক্তারা বলেন, করোনাকালীন সময়ে যখন অন্য পত্রিকাগুলো বন্ধ ছিলো, তখনও এই পত্রিকা প্রকাশনা অব্যাহত রেখে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তাঁরা পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।

ষ্টাফ রিপোর্টার