বগুড়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বগুড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হচ্ছে। সকালে জেলা প্রশাসক চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এদিকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে তারা এক আলোচনা সভা করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চের বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষণ প্রচার করা হচ্ছে।

ষ্টাফ রিপোর্টার