বগুড়ায় বঙ্গবন্ধু উৎসবের উদ্বোধন
বগুড়ায় ১০ দিনব্যাপি বঙ্গবন্ধু উৎসবের উদ্বোধন করেছে বাংলার মুখ জেলা শাখা। সোমবার বেলা ১১টার দিকে শহীদ টিটু মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন।
বঙ্গবন্ধু উৎসব উদযাপন পরিষদের আহবায়ক ও বাংলার মুখ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান মুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংগঠনের জেলা শাখার প্রধান পৃষ্ঠাপোষক মজিবর রহমান মজনু।
প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের জেলা শাখার পৃষ্ঠাপোষক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আছাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, বগুড়া পৌর সভার প্যানেল মেয়র ও ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ শেখ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মন্ডর সজল।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব ও বাংলার মুখ জেলার আহবায়ক হাকিম এম এ মজিদ মিয়া, মিজানুর রহমান মিন্টু, খালেদুল ইসলাম, গোলাম রব্বানী, এম ওয়ারেছ মিয়া ভুট্রু, সামিনুর ইসলাম সুমন, শরিফুল ইসলাম বাবু, শাহীন আলম, এহছানুল করিম জিতু, পাপিয়া আক্তার, নাজনীন আক্তার প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি