নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়। সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে দিনটির শুভ সুচনা হয়।
দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম শরিফ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল, আঃ গনি, মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ফজলার নহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনেওয়াজ শাহ্। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি, চিত্রাংকন, সংগীত, নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি