বিরামপুরে ঐতিহাসিক ৭মার্চ পালিত
দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। সকালে ঢাকামোড় বঙ্গবন্ধু চত্বরে বিরামপুর পৌর মেয়রের নেতৃত্বে পৌর পরিষদ ও বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারন সম্পদক সহকারি অধ্যাপক মশিহুর রহমানের নেতৃতে সাংবাদিকবৃন্দ এবং বিরামপুর মহিলা কলেজের শিক্ষক ও ছাত্রীরা বিশাল ফুলের মালা বঙ্গবন্ধু মুরালে অর্পন করেন।
এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সংগঠণ বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পন করেন। মুক্তিযোদ্ধাগণ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর মুরালে এবং উপজেলা প্রশাসন উপজেলা পরিষদে বঙ্গবন্ধু মুরালে পুষ্পমাল্য অর্পন করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন ,ভাইস চেয়ারম্যান মহিলা উম্মে কলছুম বান, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, প্রমুখ।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: