৭ইমার্চ উপলক্ষে দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পক্ষে পুষ্পমাল্য অর্পণ
আজ ঐতিহাসিক ৭ইমার্চ উপলক্ষে দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পক্ষে উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকাল ৯ টায় পুষ্পমাল্য অর্পণ করা হয়।
দিনের নির্ধারিত কর্মসূচীতে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, দুপচাঁচিয়া বগুড়ার হলরুমে ঐতিহাসিক ৭ ইমার্চ বঙ্গবন্ধুর ভাষণ দিবস উপলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো:সুজ্জাত আলীর সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক অনুপ রায়ের পরিচালনায় বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানে ১৯৭১ সালের ৭ ইমার্চ দেওয়া ভাষণ ও বাঙালির অষোষিত স্বাধীনতার সনদের উপর বক্তাগণ আলোচনা করেন।
আলোচনা সভায় অত্র ম্যানেজিং কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা মো: বেলাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা মো:মোজাম্মেল হক, অধ্য (ভারপ্রাপ্ত) বাবু নান্টু কুমার বর্মণ, প্রধান শিক (প্রাথমিক) মো: আমিনুল ইসলাম সহ প্রমুখ বক্তব্য প্রদান করে।
এসময় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সকল ছাত্রছাত্রী দের প্রজেক্টরের সাহায্যে বঙ্গবন্ধুর দেওয়া ৭ ই মার্চের ভাষণ ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্য, জাতীয় চার নেতা, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি