বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তির বার্তা
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযথ মর্যাদায় উদযাপন করে।
সোমবার সকালে দিনের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবীন মারান্ডীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ রবার্ট রবীন মারান্ডী বলেন, ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধু এদেশের নয়, বিশে^র নিপীড়িত মানুষের মুক্তির বার্তা। এ ভাষণ দিয়ে জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। ৭ মার্চ দেয়া ঐতিহাসিক ভাষণ পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামের চুড়ান্ত রূপ নেয়। বাঙালি জাতিকে তিনি এনে দিয়েছেন স্বাধীনতা। কারণ তিনিই বাঙালি জাতির একমাত্র মহান নেতা। এই মহান নেতাকে স্মরণে শক্তিতে রেখে আগামীতে সকলকে পথ চলতে হবে।
তিনি আরো বলেন, আজ সেই স্বাধীনতার পথ ধরেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের তরুণ শিক্ষার্থী, শিশু শিক্ষার্থীদের আরো বেশি বেশি এ মহান নেতা সম্পর্কে জানান দিতে হবে।
এরই অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে ৭ই মার্চের ভাষণের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এর মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ও শিখতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আশের মাইকেল বেসরা, মনিটরিং এন্ড ইভেলুয়েশন কর্মকর্তা কাজী নাজনীন জাহান, সহকারি প্রধান শিক্ষক পারভীন আকতার, প্রশাসনিক কর্মকর্তা সফিউল আলম নিটুসহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি