শাজাহানপুরে ভলিবল টূর্ণামেন্টের উদ্বোধন
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের তালপুকুর গ্রামে ভলিবল টূর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার তালপুকুর টেকুরগাড়াী ও খোদাবন্দবালা যুব সমাজের উদ্যোগে এই টূর্ণামেন্টের আয়োজন করা হয়। খেলায় বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে মোট ৭টি দল অংশ গ্রহন করবে।
সোমবার বিকেলে শাজাহাানপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশার প্রধান অতিথি হিসেবে টূর্ণামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন সোনাতলা দিঘলকান্দি স্পোটিং ক্লাব ও শেরপুর গুড মর্নিং ক্লাব। খেলায় সোনাতলা দিঘলকান্দি স্পোটিং ক্লাবকে ৩-২ সেটে পরাজিত করে শেরপুর গুড মর্নিং ক্লাব বিজয়ী হয়।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইব্রাহীম হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, সোহেল রানা, আল আমিন। অন্যান্যের মধ্যে আয়োজক কমিটির সদস্য ফিরোজ আলম, সুলতান আহমেদ, রাশেদ, রাসেলসহ স্থানীয় ক্রীড়ামোদী দর্শকগন উপস্থিত ছিলেন।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ