নন্দীগ্রামে মোটরসাইকেল আরোহী নিহত, নারীসহ আহত ২
বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় আবু জাফর (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও নারীসহ দুইজন আহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর সদরের দামগাড়া এলাকায় ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী পৌরসভার ফোকপাল মহল্যার মৃত জহির উদ্দিনের ছেলে। আহত শাজাহান আলী (৪০) মোটরসাইকেলে ছিলেন এবং খাদিজা বেগম (৩০) ভ্যানের যাত্রী।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আনোয়ারুল ইসলাম আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার নিমগ্রামে মরহুম এক আত্মীয়ের জানাজা নামাজে অংশগ্রহনের জন্য মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন দুইভাই জাফর এবং শাজাহান। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে দুজনই আহত হয়। বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পর আবু জাফর মারা যায়।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :