“শিবগঞ্জে উপজেলা ও পৌর শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত”
বগুড়ার শিবগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সোনালী ব্যাংক এলাকায় শিবগঞ্জ বিএনপি উপজেলা অফিস চত্বরে উপজেলা শ্রমিক দলের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো: রেজাউল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন, বগুড়া জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, প্রধান বক্তার বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা শ্রমিকদলের সহ-সভাপতি সোহবাব হোসেন লাইজু, জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, বগুড়া শহর শ্রমিক দলের আহবায়ক নূরুল হুদা, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন মন্ডল, সদস্য সচিব ছামছুজ্জামান, শ্রমিক নেতা লিটন শেখ বাঘা, মাস্টার আব্দুর রাজ্জাক, শিবগঞ্জ বিএনপি নেতা বুলবুল ইসলাম,ডা: স্বাধীন, এস এম তাজুল ইসলাম,একেএম ইদ্রিস আলী, আব্দুল করিম, দুলু মাষ্টার, আব্দুর রাজ্জাক, শদিকুল ইসলাম শাহীন, হারুন মাষ্টার, এম আবু তাহের, ফারুক আহম্মেদ, ফজলুর রহমান, উপজেলা যুবদল নেতা মুকুল, আরমান, পৌরযুবদল নেতা আবু শাহীন,মাহদী তমল, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাছুম, রায়হানুলহক রনি, সোহেল, বারীক, মেহেদী, জনি, মহিলা দল নেত্রী মিনারা বেগম, ছাত্রদলনেতা মীরমুন, বিপুল, আল-আমিন, শাহ কামাল, মিলু প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে মো: রেজাউল কে সভাপতি মো: মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে উপজেলা শ্রমিকদলের কমিটি ঘোষণা করা হয় এবং মো: সাইফুল ইসলাম কে সভাপতি মো: রেজাউল করিমকে সাধারন সম্পাদক করে শিবগঞ্জ পৌর শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ