বগুড়ায় ৬ কেজি গাঁজাসহ র্যাবের হাতে যুবক গ্রেফতার
বগুড়ায় সোমবার দিবাগত রাত পৌণে ১টায় শেরপুর উপজেলার খোর্দ্দ এলাকার একটি ইটভাটার সামনে থেকে ৬ কেজি গাঁজাসহ জসীম উদ্দিন (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
গ্রেফতার হওয়া জসীম ফেনা জেলার সদর উপজেলার চোছনা উপজেলার ছেরাজুল হকের ছেলে।
মঙ্গলবার র্যাব-১২ সিরাজগঞ্জ অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের খোর্দ্দ এলাকায় উক্ত অভিযান চালানো হয়। ওই সময় জসীমের নিকট হতে মাটি রঙের পলিব্যাগে মোড়ানো ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১২ এর মিডিয়া কর্মকর্তা (মেজর) এম. রিফাত-বিন-আসাদ জানান, গ্রেফতার জসীমের বিরুদ্ধে শেরপুর থানায় প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ষ্টাফ রিপোর্টার