শাজাহানপুরে আড়িয়া কাঁটাবাড়িয়া-চাঁদবাড়িয়া রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন
বগুড়ার শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে ঢাকা (ঘঐড)- আড়িয়া কাঁটাবাড়িয়া থেকে চাঁদবাড়িয়া মানিকদিপা সঃ প্রাঃ বিদ্যালয় পর্যন্ত সড়ক উন্নয়ন ও কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে সাড়ে ৩ কিঃ মিঃ রাস্তার কার্পেটিং কাজের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
এ সময় উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান,উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন,উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ,আফছার আলী,সাংবাদিক মিজানুর রহমান,চাঁদবাড়িয়া মানিকদিপা সঃ প্রাঃ বিদ্যালয় সহকারী শিক মুশফিকুর রহমান,আওয়ামী লীগের নেতা ইমদাদুল হক,শফিকুল ইসলাম,ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি কায়েস উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি