বগুড়ায় প্রবাসী পরিবারের মাঝে ১ কোটি ৭৫ লাখ টাকার চেক বিতরণ
বগুড়ায় করোনাকালীন সময়ে সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের হোটেল কোয়ারেন্টিন বাবদ ১ কোটি ৭৫ লাখ টাকার ভর্তূকির চেক বিতরণ করা হয়েছে।
ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় আয়োজিত ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বগুড়ার সহযোগিতায় গতকাল মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বগুড়া ও জয়পুরহাট জেলার ৭ শতাধিক প্রবাসী কর্মীর প্রত্যেক পরিবারের মাঝে ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রনালয়ের পরিচালক (যুগ্ম) সচিব শোয়াইব আহমাদ খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনাকালীন সময়ে সারাদেশে সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের হোটেল কোয়ারেন্টিন বাবদ ভর্তূকির চেক তাদের পরিবারের সদস্যর নিকট দেয়া হচ্ছে। প্রায় ৬০ হাজার পরিবারের মাঝে ১৫০ কোটি টাকা প্রদান করা হবে। এরই অংশ হিসেবে বগুড়ায় ৭ শতাধিক প্রবাসী কর্মীদের পরিবারের ১ কোটি ৭৫ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, এদেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের সম্মানিত করা এবং স্বীকৃতি দেওয়া উচিত। এটি কোনো আর্থিক সহায়তা নয়। এ সহায়তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের প থেকে প্রবাসীদের সম্মান জানানো। প্রবাসী কর্মীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা কর্মসূচি গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় করোনাকালে সৌদি আরবগামী প্রবাসীকে সহায়তা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বগুড়ার অধ্যক্ষ সুশান্ত কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বগুড়ার উপসহকারি পরিচালক মো. শহিদুর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংক বগুড়ার ব্যবস্থাপক শারমিন জাহান প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি