বগুড়ায় বিদেশী পিস্তল ও গুলিসহ একাধিক মামলার আসামি মিথুন বিহারী গ্রেফতার
বগুড়ায় বিদেশী পিস্তল ও গুলিসহ একাধিক মামলার আসামি মিথুন খান ওরফে মিথুন বিহারী ওরফে লিটন বিহারী(৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহরের দক্ষিণ আটাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন শহরের লতিফপুর কলোনী এলাকার মৃত নেহাল খান ওরফে নেহাল বিহারীর ছেলে। লিটনের বিরুদ্ধে খুনসহ ডাকাতি, অপহরণ, মাদক ও একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। এসময় তার কাছে থাকা একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

ষ্টাফ রিপোর্টার