পোরশায় ব্লাক বেঙ্গল জাতের ছাগলের মেলা
নওগাঁর পোরশায় ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী ব্লাক বেঙ্গল জাতের ছাগলের মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডা. সুশান্ত কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম। সমন্বয়কারী হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :