পোরশায় দশম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা
নওগাঁর পোরশায় আশরাফিয়া নামের এক দশম শ্রেণীর ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার শিশা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও উপরশিশা গ্রামের আনোয়ারুল ইসলামের কন্যা।
জানা গেছে, মঙ্গলবার আশরাফিয়া তার স্কুল থেকে দুপুরে বাসায় ফিরে নিজ শয়ন কক্ষে সকলের অজান্তে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে থানা পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ সফিউল আজম খান জানান, প্রাথমিক অবস্থায় এটি প্রেম ঘটিত ব্যাপার বলে মনে হচ্ছে। তবে থানায় মামলা হয়েছে তদন্ত করার পর আসল ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি জানান।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :