পঞ্চগড়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক একেএম ওয়াহিদুজ্জামান।
শোভাযাত্রা ও আলোচনা সভায় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম-ডিফিএফ সভাপতি ও বিকাশ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিন প্রধান, ডিপিএফ’র সদস্য সচিব ও পরস্পর’র নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী, সরকারি বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণিপেশার নারীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি